এ প্রতিযোগীতায় ১০ কে একটি আদর্শ হিসেবে ধরা হয়েছে। প্রতিযোগীতায় প্রত্যেক বিভাগে ১০ এর উপর জোর দেয়া হবে। বিভাগগুলো হল: লেখা, মাল্টিমিডিয়া স্লাইড, ফটো, সংলাপ, অডিও ভিজুয়াল, ইত্যাদি।
নিয়মাবলি:
* লেখা:
একটি বিষয় দেয়া হবে, সে বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ন দশ লাইন লেখা জমা দিতে হবে। দশ লাইনে দশটি আলাদা বক্তব্য থাকতে পারে যার মাধ্যমে মূলত: প্রদত্ত বিষয়টি স্বচ্ছ হয়। অথবা এক প্রদত্ত বিষয়কে এক লাইনের মাধ্যমে সংজ্ঞায়িত করে তার উপর বাকি নয় লাইনে প্রদত্ত সংজ্ঞার আলোচনা কা যেতে পারে। লেখার প্রতি লাইনে কি থাকবে এ ব্যপারে কোন বাধ্যবাধকতা নেই, তবে বাধ্যবাধকতা শুধু এখানেই, তাহল বক্তব্য দশ লাইনেই প্রকাশ করতে হবে।
* স্লাইড:
প্রদত্ত বিষয়ের উপর দশটি স্লাইড তৈরী করতে হবে যার মাধ্যমে প্রদত্ত বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠে। স্লাইডের নির্মাতার পরিচয় সম্বলিত একটি স্লাইড থাকতে হবে যা গননা করা হবেনা।
* ফটো:
নিজের তোলা দশটি ফটোর মাধ্যমে একটি প্রদত্ত বিষয়কে ফুটিয়ে তুলতে হবে।
* অডিও ভিজু্য়াল:
অডিও ভিডিও ক্যামেরার দাশটি শটের মাধ্যমে প্রদত্ত বিষয়কে ফুটিয়ে তুলতে হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment